হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, যারা গুনাহ থেকে বিরত থাকতে পারে না তাদের জন্য নিস্নোক্ত হাদিসটি পড়া খুবই জরুরী:
عن الحسن بن علي عليهما السّلام: أنّه جاءه رجل و قال أنا رجل عاص و لا صبر لي عن المعصية فعظني بموعظة فقال عليه السّلام: افعل خمسة أشياء و أذنب ما شئت، لا تأكل رزق اللَّه و أذنب ما شئت و اطلب موضعا لا يراك اللَّه و أذنب ما شئت و اخرج من ولاية اللَّه و أذنب ما شئت و إذا جاءك ملك الموت ليقبض روحك فادفعه عن نفسك و أذنب ما شئت و إذا أدخلك مالك النّار فلا تدخل في النّار و أذنب ما شئت.
এক ব্যক্তি ইমাম হাসানের নিকট এসে বলল, হে রাসুলের সন্তান! আমি একজন গুনাহগার ব্যক্তি, গুনাহ করা আমার অভ্যাস, গুনাহ না করে আমি থাকতে পারি না। হে রাসুলের সন্তান! আমাকে নসীহত করুন ও উপদেশ দিন।
ইমাম হাসান (আ.) তাকে বললেন, তুমি ৫টি কাজ কর, তারপর যত পার গুনাহ কর:
১. আল্লাহর দেয়া রিজিক থেকে ভক্ষণ করো না,
২. গুনাহ করার জন্য এমন জায়গা খুঁজে বের কর যেখানে আল্লাহ তোমাকে দেখবে না,
৩. আল্লার জমিন থেকে বের হয়ে এমন জায়গায় চলে যাও যেখানে আল্লাহর কোন কর্তৃত্ব চলে না,
৪. যখন ফেরেশতা আজরাঈল তোমার জান কবজ করতে আসবে তখন তাকে তোমার থেকে দূরে ঠেলে দিও,
৫. যখন জাহান্নামের ফেরেশতা তোমাকে জাহান্নামে প্রবেশ করাবে তখন তুমি জাহান্নামে প্রবেশ করো না।
তুমি এ ৫টি কাজ আঞ্জাম দাও, তারপর যত পার গুনাহ কর।
[আল হুকমুজ জাহেরা, পৃষ্ঠা- ৫৫০; তাহরীরুল মাওয়ায়েজ আল আদাদিয়া, পৃষ্ঠা- ৪০৭]